শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
করোনা টিকার চতুর্থ ডোজ দেবে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ১১:৩৫ এএম | অনলাইন সংস্করণ

বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। সম্প্রতি শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ওমিক্রনের প্রাদুর্ভাবে নতুন করে আরেকটি ঢেউ যাতে শুরু না হয়, তার প্রস্তুতির অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ইসরায়েল সরকার।

বিবিসি জানিয়েছে, ইসরায়েলের মহামারী বিশেষজ্ঞরা দেশটির স্বাস্থ্য কর্মী ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য চতুর্থ ডোজের প্রস্তাব দিয়েছেন।

গতকাল মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ প্যানেলের এই প্রস্তাবকে দ্রুত স্বাগত জানান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

তিনি বলেন, “বড় খবর। এটি আমাদের ওমিক্রনের ঢেউ অতিক্রম করতে সাহায্য করবে।” 

এ বিষয়ে প্রস্তুতি শুরু করার জন্য কর্মকর্তাদের নিদের্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার ওমিক্রন আক্রান্ত এক রোগীর মৃত্যুর কথা নিশ্চিত করে ইসরায়েলে। জানা মতে দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যুর ঘটনা এটি। এরপরই পরিস্থিতি মোকাবেলায় বিশেষজ্ঞরা চতুর্থ ডোজের প্রস্তাব দেন।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের অন্তত ৩৪০ রোগী শনাক্ত হয়েছে।

আরেকটি বুস্টার ডোজ দেওয়ার এ সিদ্ধান্ত এখনও ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমোদনের অপেক্ষায় আছে। তবে বেনেটের দপ্তর বিবিসিকে জানিয়েছে, তৃতীয় ডোজ পাওয়ার অন্তত চার মাস পর লোকজনকে এ ডোজ দেওয়া যাবে বলে আশা করছে তারা।

লোকজনকে যত দ্রুত সম্ভব এই প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনেট।

যখন কোভিড-১৯ টিকার কর্মসূচী প্রথম শুরু হয় তখন ইসরায়েল দ্রুত টিকা দেওয়া শুরু করে আর অধিকাংশ মানুষই টিকার আওতায় চলে আসে। কিন্তু তারপরও দেশটির ৯৩ লাখ জনসংখ্যার মাত্র ৬৩ শতাংশ টিকার দুটি ডোজই পান। দেশটির জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশের বয়স ১৪ বছরের নিচে হওয়া এর একটি কারণ।

করোনাভাইরাস সংক্রমণের মোকাবেলায় পাঁচ বছরের বেশি বয়সী শিশুরাও টিকা পেতে পারে বলে নভেম্বরে ঘোষণা দেয় ইসরায়েল। সোমবার বেনেট বলেছেন, তিনি চান প্রত্যেক যোগ্য শিশু আগামী দুই সপ্তাহের মধ্যে টিকার আওতায় আসুক।  

ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় বিদেশিদের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি নিজ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, কানাডাসহ বেশ কয়েকটি দেশে ভ্রমণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল।

দেশটি মহামারী শুরু হওয়ার পর থেকে ১৩ লাখ ৬০ হাজারেরও বেশি কোভিড রোগী শনাক্ত করার কথা জানিয়েছে। আর জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ৮ হাজার ২০০ জন রোগীর মৃত্যু হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]