প্রকাশ: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ৬:৫২ পিএম আপডেট: ২১.১২.২০২১ ৭:০৩ পিএম | অনলাইন সংস্করণ
কথিত মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ‘আন্তঃধর্মীয় সংলাপ/সেমিনার’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে অনেক ধর্মীয় উপাসনালয়ে হামলার ব্যাপারে তথ্য আসে হামলাকারীরা মানসিক প্রতিবন্ধী। মানসিক প্রতিবন্ধীরা শুধু কি ধর্মীয় প্রতিষ্ঠানেই হামলা করে থাকে বলে প্রশ্ন তোলেন তিনি। এসব মানসিক প্রতিবন্ধীদের ব্যাপারে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে সতর্ক থানার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আমি রাষ্ট্রীয় সফরে একটি দেশে গিয়ে নামাজের জন্য স্থান চেয়েছিলাম। তারা বলেছিলেন অফিসে নামাজের কোনো ব্যবস্থা নেই। অথচ সেটি ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচিতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মধ্যে মাথা উচু করে দাঁড়িয়েছে। দেশের মডেল মসজিদ তৈরি হয়েছে। বেশ কয়েকটি মসজিদ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের অপেক্ষায় রয়েছে আরও বেশ কয়েকটি মডেল মসজিদ।
ভোরের পাতা/কে