প্রকাশ: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ১:২৯ পিএম আপডেট: ২১.১২.২০২১ ১:৩২ পিএম | অনলাইন সংস্করণ
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী হামসা নন্দিনী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সামাজিক মাধ্যমে দুঃসংবাদটি এই তেলুগু অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
হামসা নন্দিনী জানান, ৪ মাস আগে একটা মাংসপিণ্ড নজরে আসে তার। এরপর চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি বায়োপসি করালে গ্রেড থ্রি ইনভেসিভ কার্সিনোমা (ব্রেস্ট ক্যানসার) ধরা পড়ে। এরপর অস্ত্রোপচার করে তার টিউমার অপসারণ করা হয়।
অভিনেত্রী লেখেন, ‘চিকিৎসকরা নিশ্চিত করেছেন ক্যান্সার ছড়ানোর কোনো ব্যাপার নেই এবং আমি ভাগ্যবান এটা প্রথম দিকে ধরা পড়েছে। একটি রূপালী আস্তরণ দেখা যায়। কিন্তু রূপালী আস্তরণটি স্বল্পস্থায়ী ছিল, কারণ বংশগত স্তন ক্যানসারের রিপোর্ট পজেটিভ আসে। ’
এরই মধ্যে ৯টি কেমোথেরাপি নিয়েছেন হামসা। আরও ৭টি কেমোথেরাপি বাকি রয়েছে তার। যারা অভিনেত্রীর স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খবর নিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
১৮ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে হামসার মা মারা যান। এরপর থেকে নিজেকে নিয়ে ভয়ে ছিলেন। শেষ পর্যন্ত তিনি নিজেও আক্রান্ত হয়েছেন।