প্রকাশ: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ১০:২৯ এএম | অনলাইন সংস্করণ
প্রতিবেদনে বলা হয়েছে, র্যাবের ৬ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞাই শেষ নয়, যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে না পারলে ধারাবাহিক আরো পদক্ষেপ নেওয়া হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে।
সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) ওপর থেকে সব ধরনের সহযোগিতা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র।
র্যাবে যারা কাজ করেছেন, তাদেরকে জাতিসংঘ শান্তি মিশন থেকে প্রত্যাহার ও নিষিদ্ধ করা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষ থেকে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করা হবে।
প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে, যুক্তরাষ্ট্র কেনো র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে? কেনো বাইডেনের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি? কেনো বাংলাদেশের কর্মকর্তাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে?
এসব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এই প্রতিবেদনেই। বলা হয়েছে, ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ দিনকে দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এমন গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা দেশটি চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর কারণেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।