প্রকাশ: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ৯:৫৩ পিএম আপডেট: ২০.১২.২০২১ ১০:০১ পিএম | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৫টি মোবাইল সেটসহ ২ চোর ও ২৪গ্রাম হেরোইনসহ ৫মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
সোমবার ভোরে এস আই অজয় কুমার চক্রবর্তীর নেতৃত্বে একদল ডিবি পুলিশ নগরির আটআনী পুকুর পাড় থেকে চোরাইকৃত ২৩টি মোবাইল সেট, ৩টি ঘড়ি, একটি ওয়াল কার্টার,একটি স্টার ড্রাইভার ও একটি ট্রাভেল ব্যাগসহ আন্তজেলা চোর চক্রের সদস্য লিটু পাঠান(৪৫), আলামীন ওরফে ঘটন(৩৫)কে গ্রেফতার করেছে।
এর পূর্বে রবিবার রাতে নগরির বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৪গ্রাম হেরোইনসহ ৫মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এস আই শহিদুল ইসলাম, এস আই কামরুল হাসান,এস আই সাইদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের টিম।
সোমবার রাত পেনে ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি সফিকুল ইসলাম সাংবাদিক পল্টনকে জানান গ্রেফতারকৃত চোর ও মাদক ব্যবসায়ীদের ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।