বঙ্গবন্ধু মেহনতী মানুষের ভরসাস্থল: ড. কলিমউল্লাহ
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আজ সোমবার (২০ ডিসেম্বর) জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১৪১তম পর্ব অনুষ্ঠিত হয়।
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উত্তর কুমিল্লা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মোঃ জাকির হোসেন আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ আর্জিনা খানম,ছোলমাইদ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আফরোজা বেগম নীলা, শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মোঃ আবু সালেক খান।
সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন আবদুস সাত্তার দুলাল এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন নীলফামারীর জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতেমা তুজ-জোহরা লিমা।
সভাপতির বক্তৃতায় ড. কলিমউল্লাহ বলেন, বঙ্গবন্ধু মেহনতী মানুষের ভরসাস্থল।
প্রধান অতিথির বক্তৃতায় জাকির হোসেন আজাদ বলেন, দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সালেক খান বলেন,পাকিস্তান সৃষ্টির বছর না পেরুতেই শাসক গোষ্ঠীর আচরণ এবং মনোভাব দেখে ১৯৪৮ সালেই বাংলাদেশের মানচিত্র হৃদয়ে এঁকে নিয়েছিলেন বঙ্গবন্ধু। তারপর ধাপে ধাপে বাঙালি জাতিকে সংগ্রামী এবং স্বাধীনচেতা বানিয়ে হৃদয়ের সেই মানচিত্র ১৯৭১ সালের ২৬শে মার্চ ভূগোলের পাতায় তা স্থাপন করেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আব্দুস সাত্তার দুলাল বলেন , আমাদের প্রজন্মকে বঙ্গবন্ধুর গুণে গুণান্বিত করে গড়ে তুলতে হবে।
আর্জিনা খানম বলেন,বঙ্গবন্ধুর আদর্শে এবং গুণে গুণান্বিত হয়ে তারই যোগ্য উত্তরসূরি বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আফরোজা বেগম নীলা বলেন ,বঙ্গবন্ধু আমাদের অহংকার।বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞার কারণেই পৃথিবীর বুকে বাঙালি জাতিসত্তা বিকাশ লাভ করেছে।
ফাতেমা-তুজ-জোহরা লিমা বলেন,বঙ্গবন্ধুকে অনুকরণ এবং অনুসরণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক,বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক জনাব দিপু সিদ্দিকীর সঞ্চালনায় আজকের আলোচনা সভায় সূচনা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ অর্ণব।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন চাঁদপুরের মতলব থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন এবং পঞ্চগড় থেকে খাদেমুল ইসলাম।
এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি,অস্ট্রেলিয়া থেকে ড. তানভীর ফিত্তীণ আবীর,রংপুর থেকে জয়পাল এবং সোনালী ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা।