প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- জাপার সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সালমা ইসলাম এবং দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। আগের দুইবারের মতো এবারও নতুন ইসি গঠনে আলোচনা করে পরামর্শ নেওয়ার জন্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছেন। দেশে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও গতকাল রবিবার পর্যন্ত বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক চিঠি পেয়েছে কেবল জাপা ও জাসদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, নিবন্ধিত সব রাজনৈতিক দলকেই রাষ্ট্রপতি মতবিনিময়ে আমন্ত্রণ জানাবেন। অন্য দলগুলোর কাছে দুই-এক দিনের মধ্যে কিংবা পর্যায়ক্রমে আমন্ত্রণপত্র পৌঁছে যাবে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনারদের নামের প্রস্তাব জমা দেবে সার্চ কমিটির কাছে। তবে কোনো কোনো দল যদি রাষ্ট্রপতির কাছে নামের তালিকা দেয়, তাহলে পরে সেগুলো সার্চ কমিটির কাছে হস্তান্তর করা হবে।
ভোরের পাতা/কে