প্রকাশ: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ৩:০৬ পিএম আপডেট: ২০.১২.২০২১ ৩:২০ পিএম | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আইভি রহমানকে বিজয়ী করার জন্য নেতা-কর্মীদরকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২০ ডিসেম্বর) দুপুর দেড়টায় নাসিক নির্বাচনের দলীয় সমন্বয়ক এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের ফোনে যুক্ত হয়ে তিনি এই নির্দেশ দেন।
পরে আওয়ামী লীগ সভাপতি উপস্থিত নেতা-কর্মীদের দেখতে চান। এরপর তিনি জাহাঙ্গীর কবির নানকের ফোনে ভিডিও কল দিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এ সময় শেখ হাসিনার পাশে থাকা তার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা জানিয়ে সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান।
এ বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ছোট আপা সবাইকে মাস্ক পরে থাকতে বলেছে। তিনি ছোট আপা সম্বোধন করে বক্তব্য দেয়ারও আহ্বান জানান।
নেতাকর্মীদের উদ্দেশ্য শেখ হাসিনা বলেন, নেতা-কর্মী একসঙ্গে কাজ করতে হবে। এখানে কোনো ভেদাভেদ চাই না। সবাই এক হয়ে কাজ করতে হবে, নৌকাকে জেতাতে হবে। একটাই কথা, নৌকাকে জেতাতে হবে। হয়তো কারও পছন্দ আছে কারও পছন্দ নাই এরকম থাকতে পারে; কিন্তু একজনই তো নমিনেশন পাবেন। কাজেই আমরা একজনকে দিয়েছি, সবাই নৌকার পক্ষ কাজ করতে হবে। নৌকাকে জেতাতে হবে।
এইদিকে আজ আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ ৬ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ২ জনের প্রার্থিতা।
ভোরের পাতা/কে