প্রকাশ: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ১১:২৮ এএম | অনলাইন সংস্করণ
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৯ নভেম্বর (রোববার) বিজয় র্যালির আয়োজন করে বিএনপি। কিন্তু অবাক করা বিষয় হলো, সেই মিছিলে বিজয় দিবস কেন্দ্রিক স্লোগানের বিপরীতে শুধুই ছিলো বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কথা। শুধু তাই নয়, মিছিলে দেখা যায় দলীয় নেত্রীর চিকিৎসাধীন অবস্থার আদলে এক কর্মী প্রতীকী খালেদা জিয়া সেজেছেন। আর তাকে ঘিরেই চলে সেলফি তোলার মহোৎসব। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বইছে।
দায়িত্বশীল সূত্রের তথ্যমতে, লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রমাণিত দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকারের মহানুভবতায় মিলেছে বিএনপি নেত্রীর পছন্দসই তারকা হাসপাতালে চিকিৎসার অনুমতি। তারপরও বিএনপি নেতৃবৃন্দ তার অসুস্থতার বিষয়টিকে ক্যাশ করে চাইছেন রাজনীতি করতে। বলছেন, তাকে বিদেশ নিতে হবে।
এমতাবস্থায় ১৯ নভেম্বর (রোববার) বিএনপি আয়োজিত বিজয় র্যালিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতীকী উপস্থিতি ফুটিয়ে তোলা হয়। সেখানে একজন দলীয় নারী কর্মীকে একটি ট্রাকের ওপরে সাদা চাদরে মোড়ানো বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। পরনে গোলাপি রঙের জামা, মুখে অক্সিজেন মাস্ক এবং হাতে বাংলাদেশের পতাকা। আর তার ঠিক পাশেই অ্যাপ্রোন পরে বসে আছেন একজন চিকিৎসক। এ সময় অনেক নেতাকর্মী প্রতীকী খালেদার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। দেন তার মুক্তিসহ সরকারবিরোধী নানা স্লোগানও।
ঘটনাস্থল থেকে কয়েকজন জানান, দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির বিজয় শোভাযাত্রা শুরু হয়। এর কিছুক্ষণ পরে প্রতীকী খালেদা জিয়াকে ঘিরে চলে সেলফি তোলার প্রতিযোগিতা। এসময় নিজেদের মধ্যে সেলফি তোলা নিয়ে ছাত্রদলের দু’গ্রুপে হাতাহাতির পাশাপাশি ঘটে পায়ের নিচে জাতীয় পতাকা রেখে ছুটোছুটি-হুড়োহুড়ির ঘটনাও।
বিষয়টি নিয়ে কথা বলতে যোগাযোগ করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। তিনি বলেন, বিজয় র্যালিতে আমরা ম্যাডামের (খালেদা জিয়া) অসুস্থতার বিষয়টি ফুটিয়ে তুলেছি। এতে দোষের কিছু দেখছি না। তবে হ্যাঁ, পতাকা পদদলিত করার বিষয়টি দুঃখজনক। এর শাস্তি দোষীদের ভোগ করতেই হবে। আর সেটি অচিরেই।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিএনপি যে দেশের স্বাধীনতাবিরোধী শক্তি এটি নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। ইতোপূর্বে বহুবার তা প্রমাণিত হয়েছে। ১৯ নভেম্বরও তার ব্যত্যয় ঘটেনি। তা না হলে বিজয় র্যালিতে কেউ দলীয় নেত্রীর মুক্তির দাবিতে স্লোগান তোলে! তাও আবার নেত্রীকে প্রতীকী সাজিয়ে! এ থেকেই তাদের রাজনৈতিক মতাদর্শের স্বচ্ছ প্রমাণ মেলে।
ভোরের পাতা/কে