প্রকাশ: রোববার, ১৯ ডিসেম্বর, ২০২১, ৮:০৭ পিএম | অনলাইন সংস্করণ
আজ রবিবার (১৯ ডিসেম্বর) ভোরে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন পূর্ব বুরদিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
অভিযানে সেখান থেকে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা, ২৩২ (দুইশত বত্রিশ) বোতল ফেনসিডিল ও ২০ (বিশ) বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ সময় ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম মোঃ শহিদুল ইসলাম হাওলাদার (৬১) ও সাজেদা (৪৮) বলে জানা যায়। এসময় আসামীদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন ও নগদ- ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ সীমান্তবর্তী জেলাসমূহ হতে গাঁজা, ফেনসিডিল ও বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।