বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু দ্বিতীয় স্টেমকন-২০২১
প্রকাশ: রোববার, ১৯ ডিসেম্বর, ২০২১, ৬:৫১ পিএম | অনলাইন সংস্করণ
আজ রোববার (১৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বঙ্গবন্ধু দ্বিতীয় স্টেমকন-২০২১। বাংলাদেশ স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির এই পঞ্চম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনটিতে সারাদেশ থেকে প্রায় দুই শতাধিক বিশেষজ্ঞ ও স্টেম সেল গবেষক যোগদান করেন।
এবারের স্টেমকনের প্রতিপাদ্য ছিলো, ‘শোকেসিং বাংলাদেশ’। দেশ-বিদেশের বিশেষজ্ঞরা এই সম্মেলনটিতে যোগ দিয়ে লিভার সিরোসিস, জয়েন্টের সমস্যা, ইনফার্টিলিটি এবং বোনম্যারো ট্রান্সপ্লান্টসহ নানা রোগে স্টেম সেল দিয়ে চিকিৎসায় বাংলাদেশের অগ্রগতিগুলো তুলে ধরেন। বিশেষ করে স্টেম সেল ব্যবহারের মাধ্যমে লিভার সিরোসিস রোগীদের সফলভাবে চিকিৎসায় বাংলাদেশের অভিজ্ঞতা এই অঞ্চলের অন্যান্য যেকোনো দেশের চেয়ে বেশি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব (স্বপ্নীল) সম্মেলনটিতে এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিলো বাংলাদেশে উদ্ভাবিত কোভিঢ-১৯ ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের উপর প্রবদ্ধ উপস্থাপন। ভ্যাকসিনটির আবিষ্কারক ড. কানক নাগ তার উপস্থাপনায় বঙ্গভ্যাক্সের আবিষ্কার থেকে শুরু করে মানবদেহে ফেইজ-১ ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের অনুমোদন প্রাপ্তি পর্যন্ত এই ভাইরাসটির ডেভেলপমেন্টের নানা দিক বিস্তারিতভাবে তুলে ধরেন।
এর আগে সকালে বঙ্গবন্ধু দ্বিতীয় স্টেমকন-২০২১ আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষণা করেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতি ও ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অব বাংলাদেশের সাবেক চেয়ারম্যান এমিরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। তিনি তার উদ্ভোধনী বক্তব্যে বাংলাদেশের স্টেমসেল গবেষণা ও প্রচলেন গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ বাংলাদেশ স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির কর্মকর্তাদের ভূয়ষী প্রশংসা করেন। বিশেষ করে এ বিষয়ে উদ্যোগী ভূমিকা পালন করায় তিনি সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আল মাহতাবকে অভিনন্দন জানান।
উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ তার বক্তব্যে বৈজ্ঞানিক গবেষনায় বঙ্গবন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে এই অঞ্চলে শীর্ষে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি স্টেম সেল সংক্রান্ত গবেষণায় তার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন। অন্যানের মধ্যে উদ্ভোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ইউজিসি অধ্যাপক এবং এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশের সভাপতি অধ্যাপক সেলিমুর রহমান।