প্রকাশ: রোববার, ১৯ ডিসেম্বর, ২০২১, ১:২৮ পিএম আপডেট: ১৯.১২.২০২১ ২:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘টিকা দেওয়ায় বাংলাদেশ নিরাপদে আছে। সংক্রমণের হার ১ শতাংশের নিচে নেমে এসেছে।’
আজ রবিবার (১৯ ডিসেম্বর) বুস্টার ডোজ প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
এবার তাকেই কোভিড-১৯ এর প্রথম বুস্টার ডোজ দেওয়া হয়েছে রুনু ভেরোনিকা কস্তাকে। এর মাধ্যমে দেশে করোনার বুস্টার ডোজ প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
উল্লেখ্য, রুনু ভেরোনিকা কস্তাকেই টিকা দেওয়ার মাধ্যমে বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছিল।