প্রকাশ: রোববার, ১৯ ডিসেম্বর, ২০২১, ১:০৪ পিএম | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে মিষ্টির প্যাকেট থেকে মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মালিকবিহীন ওই প্যাকেট থেকে ছয় হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ডে যাত্রীবাহীএকটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে বিজিবি।
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক শাহীন আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপি’র হাবিলদার শাহানুর আলমের নেতৃত্বে আট সদস্য বিশিষ্ট টহল দল শনিবার দুপুর সাড়ে ১২টার সময় জীবননগর উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ড যাত্রীবাহী সম্রাট পরিবহন নামের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের লাগেজ ক্যারিয়ারে থাকা মিষ্টির প্যাকেটের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ছয় হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।