প্রকাশ: রোববার, ১৯ ডিসেম্বর, ২০২১, ২:৫২ এএম | অনলাইন সংস্করণ
পাকিস্তানের করাচিতে একটি ব্যাংক ভবনে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ আহতদের কয়েকজনের অবস্থাও গুরুতর৷ ভবনটির নিচে থাকা ময়লার ড্রেনের গ্যাস লিক হওয়ার কারণে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের৷
করাচি শহরের শিল্পাঞ্চলে হাবিব ব্যাংকের একটি শাখায় শনিবার (১৮ ডিসেম্বর) দুর্ঘটনাদিসেম্পুব
লিশ কর্মকর্তা সরফরাজ নওয়াজ সাংবাদিকদের বলেন, ‘‘আমাদের বিস্ফোরক দল বিস্ফোরণের কারণ নিরূপনের চেষ্টা করছে৷ তবে ভবনটি একটি ড্রেনের উপর নির্মিত৷ সেখানকার গ্যাসের কারণ এটি হতে পারে৷’’
বিস্ফোরণে ভবনের সঙ্গে লাগোয়া একটি পেট্রোল স্টেশন ও পার্ক করা অবস্থায় থাকা কয়েকটি যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷
টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ভবনের মেঝে ও একতলার দেয়াল ধসে পড়েছে৷ এই ঘটনায় প্রকৃতপক্ষে কতজন হতাহত হয়েছেন তা পরিস্কার নয় বলে সাংবাদিকদের জানিয়েছেন শারজিল খাড়াল নামে আরেকজন পুলিশ কর্মকর্তা৷
তবে করাচি ট্রমা সেন্টার হাসপাতালের চিকিৎসক ডা. সাবির মেমন ১২ জনের মৃত্যু ও ১৩ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন৷
পাকিস্তানে নদর্মা ভরাট করে এমন অনেক ভবন বা স্থাপনা গড়ে উঠেছে৷ এসব ক্ষেত্রে আইনের তোয়াক্কাও করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে৷
গতমাসে দেশটির করাচিতে অবৈধভাবে গড়ে ওঠা একটি বহুতল ভবন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট৷ সূত্র: ডয়চে ভেলে।