প্রকাশ: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ৩:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যথাযথ প্রশিক্ষণ পেলে আমাদের অভিবাসীরা দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে।
শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসন প্রক্রিয়াকে নিরাপদ ও স্বচ্ছ করে তুলতে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিরাপদ অভিবাসনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, অভিবাসনে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে অভিবাসন সংক্রান্ত নতুন আইন ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থানে আগ্রহীদের প্রতিযোগিতাপূর্ণ আন্তর্জাতিক শ্রমবাজারের উপযুক্ত দক্ষ করে তোলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ চলমান রয়েছে।
মন্ত্রী বলেন, আগেও প্রস্তাব করেছি, আবার করতে চাই— ৩০ ডিসেম্বরকে প্রবাসী দিবস ঘোষণা করতে চাই। মন্ত্রণালয় এ বিষয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছে।
বিজ্ঞাপন
বিমান ভাড়া নিয়ে হয়রানি প্রসঙ্গে ড. মোমেন বলেছেন, বিমানের ভাড়া ৪০ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখেরও বেশি হয়েছে; এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা সহনীয় পর্যায়ে আনতে ইতোমধ্যে বিমান প্রতিমন্ত্রীকে অনুরোধ করেছি।
একইসঙ্গে, প্রধানমন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য বলেছেন, জানান পররাষ্ট্রমন্ত্রী।
র্যাব ও বাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রকে বলাই হয়েছে যে, র্যাবের দক্ষতার কারণেই দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে। তাদের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে, মানবাধিকার সুরক্ষিত হচ্ছে।
‘তবে যুক্তরাষ্ট্র তাদের প্রতিবেদন দিয়েছে। তারা বলেছে যে, আলোচনার সুযোগ রয়েছে নানা দিক থেকে। তারা আসলে বুঝেছে আমাদের কথাটা।’
ভোরের পাতা/কে