প্রকাশ: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:১২ পিএম | অনলাইন সংস্করণ
নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পথ পাঠাগারের ফার্মেসী শাখা উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুসং দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের কাপাসকাটিয়া বাজারে সরকার মেডিসেন কর্ণারে এই শাখার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জনাব সেলিম তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার,অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাব উদ্দিন সরকার, সরকার মেডিসিনের স্বত্বাধিকারী ফরহাদ ইকবাল সরকার,পথ পাঠাগারের যুগ্ম সাধারন সম্পাদক রাজেশ গৌড়,পাঠাগার সম্পাদক পলাশ সাহা,সাংবাদিক শফিকুল আলম সজিব,পাঠাগারকর্মী আল আমিন খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার বলেন, দিন দিন শিক্ষার্থীদের পাঠের অভ্যাস কমে যাচ্ছে। প্রযুক্তিনির্ভরতা,ফেসবুক আসক্তির কারণে শিক্ষার্থীরা পড়ার টেবিল থেকে দূরে সরে যাচ্ছে ক্রমাগত। আমরা চাই পথ পাঠাগারের মাধ্যমে ছাত্র শিক্ষক ও সাধারণ মানুষের মাঝে পাঠের অভ্যাস গড়ে তুলতে। পথ পাঠাগারের উদ্দেশ্য হলো নতুন নতুন পাঠক তৈরি করা।তিনি আরো বলেন পাঠাগারের শুরুতে আমি বলেছিলাম রবি ঠাকুরের সেই বিখ্যাত উক্তি-যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে। কিন্তু আজ থেকে সেই কথাটি আর বলব না। পাঠকদের উপস্থিতি বলে দেয় আজকে পথ পাঠাগার কানায় কানায় সুশোভিত। বাংলাদেশে এক হাজার পথ পাঠাগার হবে সেই লক্ষে কাজ করে যাচ্ছে পথ পাঠাগারের সংগঠনের নেতৃবৃন্দ। সবার সহযোগিতায় পথ পাঠাগার এগিয়ে যাবে বহুদূর এবং বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকবে তরুণ সমাজ।’ একটি তথ্য নির্ভর ও আধুনিক সমাজ বির্নিমাণে নতুন প্রজন্মরা এগিয়ে যাবে।