প্রকাশ: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১:৩৩ এএম আপডেট: ১৮.১২.২০২১ ১:৩৫ এএম | অনলাইন সংস্করণ
কক্সবাজারে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ হোটেল সি পার্ল ও হোটেল ওপেলাকে ২৫ হাজার জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে অবস্থিত হোটেল দুটিতে পৃথক এ অভিযান চালানো হয়। এ সময় দুই পর্যটকের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাও করা হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. সৈয়দ মুরাদ ইসলাম জানান, কক্সবাজারে বিপুল পর্যটক আগমনের সুযোগে একটি চক্র নানা অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করছে। ফলে শুক্রবার দিনব্যাপী কক্সবাজার হোটেল-মোটেল জোনে পর্যটকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেজন্য হোটেল ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, হোটেল সি পার্লের দুটি কক্ষের দুই পর্যটকের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয় এবং দুইটি হোটেলকে অতিরিক্ত ভাড়া নেওয়ার জন্য জরিমানা করা হয়। এর মধ্যে হোটেল সি পার্লকে ৫ হাজার ও হোটেল ওপেলাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে পর্যটকদের কোনো ধরনের অভিযোগ থাকলে কক্সবাজার জেলা প্রশাসনের তথ্য ও অভিযোগ কেন্দ্রে জানানোর জন্য মাইকিং করা হয়। জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।