প্রকাশ: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ১০:৪৬ পিএম আপডেট: ১৭.১২.২০২১ ১০:৫২ পিএম | অনলাইন সংস্করণ
টকটকে লাল রক্ত
জন্ম দিল এক টুকরো সবুজের
নাম দিলাম- বাংলাদেশ।
লাল রক্ত হলো লাল পদ্ম
সবুজ হলো মানুষের মন
শত কষ্টে অভাবেও কণ্ঠে আসে গান
মুখে ফোটে হাসি-
ভালোবাসায় সিক্ত হয় বাঙালির হৃদয়।
যার জন্ম হলো রক্ত থেকে,
তাকে কে রুখতে পারে?
যার জমিন হলো সবুজ,
তাকে কে দাবাতে পারে?
ভালোবাসাই যার শক্তি
তাকে কে থামাতে পারে?
লাল সূর্য যখন উঠে আকাশে
ঘুচে যায় অন্ধকার
লাল রক্ত যখন জাগে, থেমে যায় অপশক্তি
লাল রক্ত জেগেছে আজ-
যুগের জগদ্দল পাথর ভেদ করে
সবুজের স্বপ্ন জেগেছে আজ
সকল বাধা ছিন্ন করে।
এই বিজয়, এই স্বাধীনতা
নয় তো এর থেমে যাওয়া
এর স্বপ্ন যেন পদ্মা, মেঘনা, যমুনা-
বহুপথ পাড়ি দিয়ে মিলবে স্বপ্নের সমুদ্রে
যে সমুদ্র ভ্রাতৃত্বের
যে সমুদ্র ভালোবাসার
যে সমুদ্র মানবিকতার।
রক্ত তে যে লালের সৃষ্টি
সেই লাল রাঙাবে ভালোবাসার গোলাপ।
সে সবুজের জমিন বুনবে নতুন গল্প-
এই গল্প শুধু এক দেশের নয়
এই গল্প শুধু সারা বিশ্বের।
এই গল্প শুধু বাঙালির নয়
এই গল্প সকল মানুষের।
লাল আর সবুজের বুননে
রচিবে বিশ্ব ভ্রাতৃত্বের গল্প-
লাল আর সবুজের গল্প।
লেখক: সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা