বঙ্গবন্ধু ত্যাগ-তিতিক্ষার সর্বোত্তম দৃষ্টান্ত: ড. কলিমউল্লাহ
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আজ শুক্রবার (১৭ই ডিসেম্বর) জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১৩৯তম পর্ব অনুষ্ঠিত হয়।
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এশিয়ান টিভির সাংবাদিক রফিকুল ইসলাম রলি এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ আর্জিনা খানম,মতলব থানা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি,অস্ট্রেলিয়া থেকে ড. তানভীর ফিত্তীণ আবীর।
সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক দেওয়ান নুসরাত জাহান এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন আবদুস সাত্তার দুলাল।
সভাপতির বক্তৃতায় ড. কলিমউল্লাহ বলেন, বঙ্গবন্ধু ত্যাগ-তিতিক্ষার সর্বোত্তম দৃষ্টান্ত।
রফিকুল ইসলাম রলি বলেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচিত হতে পারে না।
আর্জিনা খানম বলেন,বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি।
ড.আবীর বলেন,বঙ্গবন্ধু বাংলাদেশের ইতিহাসের এক অচ্ছেদ্য অঙ্গ।
আবদুস সাত্তার দুলাল বলেন,বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের ইতিহাসের নির্মাতা নন, তার প্রধান নায়কও।
দেওয়ান নুসরাত জাহান বলেন, বঙ্গবন্ধুকে জানার জন্য নতুন প্রজন্মকে বেশী করে ইতিহাস চর্চা করতে হবে।
দিপু সিদ্দিকী বলেন,বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অতুলনীয় অবস্থান উপলব্ধির জন্য পর্যাপ্ত গবেষণা করা প্রয়োজন।
সভায় সূচনা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ অর্ণব।
সভায় বক্তারা বলেন,বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় ক্ষমতায় অধিষ্ঠিত না হলে দেশ-জাতি ও দেশবাসীকে বিকৃত ইতিহাসের নগ্ন থাবা থেকে কোনোভাবে উদ্ধার করা যেত না।
আজকের আলোচনায় বক্তব্য উপস্থাপন করেন উত্তর কুমিল্লা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মোঃ জাকির হোসেন আজাদ,শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মোঃ আবু সালেক খান, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক,বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী ।