প্রকাশ: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ২:১৮ পিএম | অনলাইন সংস্করণ
জাপানের ওসাকা শহরে একটি ভবনে আগুন লেগেছে। এতে ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।
দেশটির স্থানীয় সময় শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ভবনটির চতুর্থ তলায় আগুন লাগে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। আগুনে ২৭ জনের মৃত্যু ছাড়াও আরো অনেকে আহত হয়েছেন।
টেলিভিশন ফুটেজে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালাতে দেখা যায়। কাঁচ ভেঙে ভবনের ভেতর ও বাইরে আগুন নেভাতে কাজ করেন তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিভিয়ে ফেলা হলেও আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। আগুনে যারা আহত ও দগ্ধ হয়েছেন তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভবনটির যে ফ্লোরে আগুন লেগেছিল সেখানে একটি ক্লিনিক ছিল যেটিতে মানসিক স্বাস্থ্যের রোগীদের চিকিৎসা দেওয়া হতো।
প্রত্যক্ষদর্শী এক মধ্যবয়স্কা নারী বলেন, আগুন লাগার পরই ভবনটির কালো ধোঁয়ায় ভরে যায়। আগুনে যাদের মৃত্যু হয়েছে তাদের অনেককে চেনা সম্ভব হয়নি। তাদের পুরো শরীর পুড়ে ছাই হয়ে গেছে।