প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ৯:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আনুষ্ঠানিকভাবে কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রর্দশন, ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস শহীদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন,
সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, অফিসার ইনচার্জ মোঃ বণি আমিন প্রমুখ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপজেলা বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া বিকালে কাউখালী সরকারী কে.জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে আগত বিভিন্ন শ্রেনী পেশার লোকজন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ পরিচালিত অনুষ্ঠানে উপস্থিত সকলেই জাতীয় পতাকা হাতে রেখে শপথ বাক্য পাঠ করেন।