প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ৯:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সূর্যোদয়ের সাথে সাথে তপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন পেশাজীবির মানুষ মহান শহীদদের অকৃত্রিম ভালবাসায় শ্রদ্ধাভরে স্মরণ করে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, সহকারী কমিশনার (ভুমি) মো. তৌহিদুর রহমান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান প্রমূখ।