প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ৯:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে গাজীপুরের কালীগঞ্জের আকাশে মুক্ত হলো ৫০টি পায়রা। বৃহষ্পতিবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান উপলক্ষে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান শুরুর আগে এ পায়রা মুক্ত করা হয়। এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৫০ বার তোপধ্বনি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়াম লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ।
এ সময় কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাকসুদ-উল-আলম খান, শর্মিলা রোজারিও, থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমানসহ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, স্থানীয় গণমাধ্যমকর্মী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, বিজয় র্যালী অনুষ্ঠিত হয় এবং পরে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচিত করে পুরষ্কৃত করা হয়। পরে উপজেলা পরিষদ চত্ত¡রে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।