১৪ ডিসেম্বরে পরাজিত শক্তিরা শেষ মরণ কামড় দিয়েছিল: ড. নাজমুল আহসান কলিমউল্লাহ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ১০:৫৭ পিএম | অনলাইন সংস্করণ
পরাজিত শক্তিরা শেষ মরণ কামড় দিয়েছিল এই ১৪ ডিসেম্বরে। আমাদেরকে মেধাশূন্য করবার স্থায়ী পরিকল্পনা থেকে এই শেষ আঘাতটি তারা করেছিল। ১৯৭১ সালের আজকের দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বাংলাদেশকে মেধাগতভাবে বিকলাঙ্গ করার নীল নকশা ছিল ১৪ ডিসেম্বর। শিশু যেন জন্মগতভাবেই মনস্তাত্ত্বিক ত্রুটি নিয়ে বড় হয় এটাই ছিল তাদের লক্ষ্য। সে সময়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে যে নতুন দেশটি সংযুক্ত হবে তখন যাতে মেধাগত দিক থেকে এই দেশটি কখনো মেরুদণ্ড সোজা করে না দাঁড়াতে পারে সেটাই ছিল আসলে তাদের লক্ষ্য।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৫৫৩তম পর্বে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল আজিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, পরাজিত শক্তিরা শেষ মরণ কামড় দিয়েছিল এই ১৪ ডিসেম্বরে। আমাদেরকে মেধাশূন্য করবার স্থায়ী পরিকল্পনা থেকে এই শেষ আঘাতটি তারা করেছিল। ১৯৭১ সালের আজকের দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। একাত্তরে ত্রিশ লাখ শহীদের মধ্যে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। তারা শহীদ হন এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে। হানাদার পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে। চরম বিপর্যয় আসন্ন, পরাজয় একেবারেই সন্নিকটে- তখনই তারা সেই পরিকল্পনা কার্যকর করে। তালিকাভুক্ত বুদ্ধিজীবীদের চোখ বেঁধে নিয়ে হত্যা করে। তারা স্বাধীন বাংলাদেশের ভবিষ্যতকে এভাবেই অন্ধকার করার পাঁয়তারা করেছিল। আমরা যাতে দিসাবিহীন হয়ে যাই জাতি হিসেবে এবং আমাদের এই জাতিকে যারা তাদের মেধা, মনন ও চিন্তা দিয়ে আমাদেরকে গাইড করবে সেই জায়গাটায় কুঠারাঘাত করার সামিল ছিল এই জঘন্নতম হত্যাকাণ্ড। আমাদের বিজয়ের যে আনন্দ সেটা খানিকটা ম্লান হয়েছে এই বিজয় দিবসের প্রাক্কালে এই রকম মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে। এই দিনে যেসব বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল মূলত তাদেরকে নিধন করবার যে প্রক্রিয়া সেটা যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই শুরু হয়েছিল। অপারেশন সার্চলাইটের নামে একাত্তরের ২৫ মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি নিধনে নামে, তখনই দেশে এবং দেশের বাইরে একটি উদ্বেগের বিষয় ছিল জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের এভাবে হত্যা করা হতে পারে। পাকিস্তানের এদেশীয় দোসর আল-বদরের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদেরকে অপহরণ করা হয়। পরে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়েরবাজার ও মিরপুরে তাদের হত্যা করা হয়। এ দু’টি স্থান এখন বধ্যভূমি হিসেবে সংরক্ষিত। মুক্তিযুদ্ধের শেষলগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আল-বদর বাহিনী আরো অনেক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আল-বদর ঘাঁটিতে নির্যাতনের পর রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর কবরস্থানে নিয়ে হত্যা করে।