প্রকাশ: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ১০:১৩ পিএম | অনলাইন সংস্করণ
পিরোজপুরের মঠবাড়িয়ায় নুশরাত জাহান মিম নামে এক মাদ্রাসা ছাত্রী তার নিজের বাল্য বিয়ে ঠেকাতে গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) রাতে মঠবাড়িয়া থানায় হাজির হয়েছে। মিম উপজেলার মিরুখালী ইউনিয়নের অহেদাবাদ গ্রামের নূর-আলা নূর ইসলামীয়া দাখিল মাদাসার অষ্টম শ্রেনীর ছাত্রী। সে ওই গ্রামের অটোরিক্সা চালক আব্দুর রহমানের মেয়ে। তার মা সম্প্রতি জর্ডান থেকে দেশে এসেছেন।
জানাগেছে, ওই শিক্ষার্থীর মা ও অটো চালক বাবা ওই ছাত্রীকে না জানিয়ে বিয়ে ঠিক করেন। সোমবার বিকেলে পাশ^বর্তী ভান্ডারিয়া উপজেলার হরিণ পালা গ্রাম থেকে মা-বাবার পছন্দ অনুযায়ী ছেলে পক্ষ দেখতে এসে আংটি পরিয়ে দেয়। এ সময় বিষয়টি মাদ্রাসা ছাত্রী নুশরাত জাহান মিম বুঝতে পেরে মা-বাবাকে না জানিয়ে রাতে থানায় হাজির হয়।
পরে বিষয়টি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পালকে অবহিত করলে তিনি থানা পুলিশের সহযোগিতা নিয়ে ওই ছাত্রীর মা-বাবাকে ডেকে এনে মুসলেকা গস্খহণ করেন। এ সময় তারা পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না বলে প্রতিশ্রতি দেন। তবে সব দোষ নিজেদের ওপর নিয়ে বরের নাম ঠিকানা বলতে রাজি হননি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল বলেন, এ ভাবে সকল শিক্ষার্থীদের পাশাপাশি যদি তাদের অভিভাবকরাও সচেতন হয় তবে এক দিকে যেমন বাল্য বিয়ে প্রতিরোধ সম্ভব তেমনী নারী শিক্ষার হার আরও বৃদ্ধি পাবে।