জাতিকে পঙ্গু করার উদ্দেশ্যে বুদ্ধিজীবীদের হত্যা: ড. হাছান মাহমুদ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৬:০১ পিএম | অনলাইন সংস্করণ
শহীদ বুদ্ধিজীবীদের কথা স্মরণ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক গোষ্ঠী, পাকিস্তানি সেনাবাহিনী, আল বদর, আল শামস, রাজাকারেরা যখন বুঝতে পেরেছিল তাদের পরাজয় সন্নিকট তখন জাতিকে পঙ্গু করার উদ্দেশ্যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিলো।
শহীদ বুদ্ধিজীবী দিবসে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, অবশ্যই শহীদ বুদ্ধিজীবীদের হত্যার বিচারের জন্য আমাদের সরকার বদ্ধ পরিকর। বিচার হয়েছে এবং অনেকে পলাতক আছে তাদেরকেও ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছে। তবে যে, আন্তর্জাতিক শক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল সেইসব দেশে বঙ্গবন্ধু ও বুদ্ধিজীবীদের খুনিরা লুকিয়ে আছে এবং তাদের সন্তানরাও সেখানে আছে। সুতরাং সেখান থেকে আমরা এখনো কাঙ্ক্ষিত সহযোগিতা পায়নি।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা দেশি ও আন্তর্জাতিক শক্তি মিলিত হয়ে এখনও ষড়যন্ত্র করছে মন্তব্য করে তিনি বলেন, যেই আন্তর্জাতিক শক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিলো, দেশিয় শক্তি যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিলো সেই স্বাধীনতা বিরোধীদের সন্তানরা এখন পৃথিবীর বিভিন্ন জায়গা আছে, তারা যে আন্তর্জাতিক শক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের সঙ্গে মিলে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে নানা ধরনের ষড়যন্ত্র করছে। সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ সেটিই প্রমাণ করে।
তথ্যমন্ত্রী বলেন, দেখুন আন্তর্জাতিক বিভিন্ন শক্তি আমাদের স্বাধীনতা চায়নি এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়, স্বাধীনতা সংগ্রামের সময় পাকিস্তানিদের সহযোগিতা করেছে। আজকেও দেখতে পাচ্ছি সেখান থেকে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে যারা যুক্ত ছিলো, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষ অবলম্বন করেছিলো তাদের অনেকে সেখানে লুকিয়ে আছে, তাদের সন্তানরা সেখানে আছে, তারা সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেইসব দেশে বসেই তারা ষড়যন্ত্র করছে। এটি অত্যন্ত দুঃখজনক।