প্রকাশ: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৯:৩৯ পিএম | অনলাইন সংস্করণ
এইচএসসি পরীক্ষার অষ্টম দিনে দেশের ৯টি শিক্ষা বোর্ডে ১৭ হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে এদিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বা পরিদর্শক বহিষ্কার হননি।
সোমবার (১৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সোমবারের এইচএসসির সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১১ হাজার ৯০৮ জন। বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ হাজার ১২৯ জন। দুই শিফটে মোট ১৭ হাজার ৩৭ জন অনুপস্থিত ছিল।
সোমবার সকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (দ্বিতীয় পত্র) এবং ইতিহাস (দ্বিতীয় পত্র) পরীক্ষা হয়। এতে ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত থাকে ২ হাজার ৪৭০ জন, চট্টগ্রাম বোর্ডে ৮০৪, রাজশাহী বোর্ডে ১ হাজার ৬৫৪, বরিশাল বোর্ডে ৯৪২, সিলেট বোর্ডে ৯০০, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৬৬০, কুমিল্লা বোর্ডে ১ হাজার ১২৫, ময়মনসিংহ বোর্ডে ৬৯৪ এবং যশোর বোর্ডে ১ হাজার ৬৫৯ জন।
অন্যদিকে বিকেলে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন (দ্বিতীয় পত্র) এবং ফিন্যান্স, ব্যাকিং ও বিমা (দ্বিতীয় পত্র) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত থাকে ১ হাজার ৫৫৯ জন, চট্টগ্রাম বোর্ডে ৬১৫, রাজশাহী বোর্ডে ৫২৩, বরিশাল বোর্ডে ৩৭৮, সিলেট বোর্ডে ১৮৬, দিনাজপুর বোর্ডে ৫০০, কুমিল্লা বোর্ডে ৮০৯, ময়মনসিংহ বোর্ডে ১৭২ এবং যশোর বোর্ডে ৩৮৭ জন।
সাধারণত প্রতিবছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার ঘোষণা দেয় সরকার।