শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নটর ডেম বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার ফাদার আদম এস পেরেরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৪:১৫ পিএম | অনলাইন সংস্করণ

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ট্রেজারার হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রাক্তন ইংরেজি বিভাগের চেয়ারম্যান ফাদার আদম এস, পেরেরা, সিএসসিকে নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর।

৩০ নভেম্বর ২০২১ খ্রিষ্টাব্দে রাষ্ট্রপতির আদেশক্রমে শামিমা বেগম, যুগ্মসচিব (অতিরিক্ত দায়িত্ব) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ৩৩ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার ফাদার আদম এস, পেরেরা, সিএসসি কে ট্রেজারার পদে নিয়োগ করা হলো। ট্রেজারার হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে।

নিয়োগপত্র পেয়ে ফাদার আদম এস, পেরেরা তাৎক্ষণিক অনুভূতি জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের সাথে আমি শুরু থেকেই জড়িত আছি। এই দায়িত্ব পেয়ে আমি আনন্দিত! বিশ্বাস করি, সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমি অবদান রাখতে পারবো।

প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি ২০২১ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ফাদার যোসেফ এস, পিশোতো, সিএসসি বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি জানান, বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে ফাদার আদম রেজিস্ট্রার হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। কোষাধ্যক্ষ পদে আমি তাঁর সাফল্য ও শারীরিক সুস্থতা কামনা করছি।

উল্লেখ্য, ফাদার আদম এস, পেরেরা, সিএসসি সেন্ট যোসেফ প্রাইমারী স্কুল, ধরেণ্ডা, সাভার থেকে প্রাথমিক শিক্ষা, সাভার অধর চন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটর ডেম কলেজ, ঢাকা থেকে এইচএসসি, একই কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বি. এ, হলি স্পিরিট জাতীয় উচ্চ সেমিনারি থেকে ফিলসফি ও থিওলজি, ডি লা সাল বিশ্ববিদ্যালয়, ম্যানিলা, ফিলিপাইন থেকে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং-এর উপর মাস্টার অব সায়েন্স ডিগ্রি, এবং পরবর্তীতে তিনি ইংরেজি সাহিত্যের উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি মার্টিন লুথার খ্রিশ্চিয়ান ইউনিভার্সিটি, শিলং, ভারতে পিএইচডি রিসার্চ চালিয়ে যাচ্ছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]