রবিবার (১২ ডিসেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় গির্জাগুলোর অনুকূলে এই বরাদ্দ দেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে ত্রাণের চালের বরাদ্দপত্র সম্প্রতি প্রতি জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
বরাদ্দপত্রে বলা হয়, জেলা প্রশাসক তার জেলাধীন গির্জার সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য, সচ্ছলতা, দারিদ্র্য এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিবেচনা করে উপ-বরাদ্দ দেবেন। গির্জার সংখ্যা কম হলে অতিরিক্ত চাল বিধি মোতাবেক মজুত রেখে মন্ত্রণালয়কে জানাবেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর জানিয়েছে, বড়দিন উপলক্ষে প্রতি বছরই গির্জায় চাল বরাদ্দ দেওয়া হয়। তবে গত বছর সরকারের গুদামে চালের সংকট থাকায় ৫০০ কেজি চালের দামের সমপরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। প্রতি টন চালের মূল্য ধরা হয়েছিল ৪৪ হাজার ৭৬৬ টাকা। সেই হিসাবে প্রতিটি গির্জা ৫০০ কেজি চালের দাম ২২ হাজার ৩৮৩ টাকা করে পেয়েছিল।