সারাদেশে রবিবার (১২ ডিসেম্বর) ৭ লাখ ৭৮ হাজার ৩৬৪ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।
দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৬৮ লাখ ৬ হাজার ২৮৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৩২ লাখ ৩৯ হাজার ৬৫৩ জন।
এছাড়া রবিবার শিক্ষার্থীসহ প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৯১ হাজার ৪০২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৯৬২ জনকে।
আর আজ ৮৮ হাজার ১৬০ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ১৯ হাজার ২১২ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।
আর এখন পর্যন্ত ১৩ লাখ ৪৮ হাজার ৩০৬ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে, আর দ্বিতীয় ডোজ পেয়েছে ২ লাখ ৫২ হাজার ৮৬৭ জন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।