স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার কাছে এসব টিকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ এই টিকাগুলো পেয়েছে।
টিকা হস্তান্তর অনুষ্ঠানে সুইডেনের রাষ্ট্রদূত লিন্ডা বলেন, কোভ্যাক্স থেকে বাংলাদেশকে এসব টিকা দেওয়া হয়েছে। এ সহায়তা বাংলাদেশে টিকা কার্যক্রমে সহায়ক হবে। মহামারি মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় রাষ্ট্রদূত আরও জানান, দেশটি আগামী বছর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশে বিনিয়োগ করার পাশাপাশি এ সংকট নিয়ে একসঙ্গে কাজ করবে।
নরওয়ের রাষ্ট্রদূত বলেন- মহামারি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নরওয়ে মহামারি মোকাবিলায় শক্তিশালী ভূমিকা রাখতে চায়। বাংলাদেশের টিকা কার্যক্রমে এ উপহার কাজে লাগবে।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন-সবাই মিলে মহামারি মোকাবিলা করতে হবে। কাউকে বাদ দিয়ে মহামারি মোকাবিলা পুরোপুরি সমাধান সম্ভব হবে না। মহামারির চ্যালেঞ্জ মোকাবিলায় পুরো বিশ্বকে একযোগে কাজ করতে হবে।
স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া বলেন- টিকা দেওয়ার জন্য তিন বন্ধু রাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছি। মহামারির এ সময়ে টিকা সহযোগিতা তিন দেশের সঙ্গে সামনের দিনে আরও ভালো সম্পর্ক তৈরি করবে।
ভোরের পাতা/কে