শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঘূর্ণিঝড়ে ৭০ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ ডিসেম্বর, ২০২১, ২:৪৬ এএম | অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কেনটাকি অঙ্গরাজ্যে ভয়াবহ ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে এই ঝড় আঘাত হানে বলে ওই অঙ্গরাজ্যের গভর্নর অ্যানডি বেশেয়ার জানিয়েছেন। বিবিসি, সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

এদিকে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গভর্নর। ঘূর্ণিঝড়ে এর আগে এই অঙ্গরাজ্যে এত মানুষ মারা যায়নি বলেও জানান গভর্নর অ্যান্ডি বেশেয়ার।

বিবিসি জানায়, রাজ্যের মেফিল্ড শহরের একটি ক্যান্ডেল ফ্যাক্টরিতে বহু হতাহতের খবর পাওয়া গেছে।

কেনটাকিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বেশেয়ার। তিনি বলেন, ‘এই টর্নেডো এ অঙ্গরাজ্যে এ যাবৎকালের সবচেয়ে বেশি প্রাণঘাতী।’

তিনি বলেন, ‘মেফিল্ড শহরের চারিদিকে ৩৬৫ কিলোমিটার এলাকা জুড়ে (যা প্রায় পুরো কেনটাকি অঙ্গরাজ্য) সব লণ্ডভণ্ড হয়ে গেছে। এক কথায় এটা অবর্নণীয়, এ রকম খারাপ পরিস্থিতি আমি জীবনে কখনো দেখিনি।’

গভর্নর বলেন, ‘শিল্প প্রতিষ্ঠান ভবন, ছাদ ও গাছের কিছু অংশ ভাগ্যক্রমে দাঁড়িয়ে আছে, বেশির ভাগেই গুড়িয়ে গেছে। ধাতব খুঁটিগুলো পুরোপুরি ভেঙে না গেলেও অর্ধেক বেঁকে গেছে এবং সেখানে ভবন ছিল বলে মনে হচ্ছে না। যে ট্রাকগুলো পার্ক করে রাখা হয়েছে, সেগুলো বাতাসের গতিতে দূরে গিয়ে আছড়ে পড়েছে। একইভাবে অনেকের বাড়িঘরও লণ্ডভণ্ড হয়েছে। সর্বপরি পুরো পরিস্থিতিটা বিপর্যয়কর।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]