সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
'সদরের প্রত্যেকটি কেন্দ্র্রেই নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে'
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১০:১৩ পিএম আপডেট: ১১.১২.২০২১ ১০:১৬ পিএম | অনলাইন সংস্করণ

চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর মৌলভীবাজার সদর উপজেলার ১২ ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সমন¦য়ে এই নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে বলে সকল প্রার্থীকে আশ্বস্ত করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান। তিনি বলেন, বিজিবি, আনসার, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সবাই নির্বাচনী পরিবেশ পরিস্থিতি মনিটরিং করছেন, আমরা আশাবাদী, আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরন বিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা প্রশাসক বলেন, বর্তমানে নির্বাচনী পরিবেশ আশ্বস্ত করার মতো বিরাজ করছে। কেননা এর আগের উপজেলাগুলোতে যে নির্বাচন হয়েছে তা আমরা শতভাগ সুষ্ঠু করতে সফল হয়েছি। উৎসবমুখর পরিবেশে, নির্ভয়ে জনগণ ভোট দিতে পারবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে আছে, নির্বাচনে বিশৃঙ্খলাকারী কাউকে ছাড় দেয়া হবে না। নির্বাচনী আচরণ বিধিগুলো মেনে চলে আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা যা করা দরকার, সব ব্যবস্থাই গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান এর সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ফরহাদ হোসেনের স ালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইয়াছিনুল হক।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস ও সদর উপজেলা প্রশাসন। সভায় মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের ৬০ জন চেয়ারম্যান প্রার্থী, ১৩৯ জন সংরক্ষিত সদস্য প্রার্থী ও ৪২২ জন সাধারণ সদস্যসহ মোট ৬২১ জন প্রার্থী উপস্থিত ছিলেন। তাঁরা প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচনের দাবি রাখেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]