বঙ্গবন্ধু হৃদয়বান মানুষ ছিলেন: ড. কলিমউল্লাহ
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আজ শনিবার (১১ ডিসেম্বর) জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১৩৪তম পর্ব অনুষ্ঠিত হয়।
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন আবদুস সাত্তার দুলালএবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন নীলফামারীর জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতেমা তুজ-জোহরা লিমা।
সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ আর্জিনা খানম এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক,বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী।
সভাপতির বক্তৃতায় ড. কলিমউল্লাহ বলেন, বঙ্গবন্ধু হৃদয়বান মানুষ ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় আবদুস সাত্তার দুলাল বলেন,রাজনীতিবিদ হওয়ার জন্য মানবিক গুণাবলী সম্পন্ন হতে হয়,যথাযথ যোগ্যতার প্রয়োজন হয়। যা আমাদের দেশের রাজনীতিতে অনেকাংশে অনুপস্থিত । তাই রাজনীতিতে বঙ্গবন্ধু চর্চা অসম্ভব প্রাসঙ্গিক বলে মনে করেন তিনি।
আর্জিনা খানম বলেন,দেশের মানুষের মুক্তির জন্য,শোষণমুক্ত সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু সংগ্রাম করে গেছেন।
গবেষক ফাতেমা তুজ-জোহরা লিমা বলেন,ছাত্ররাজনীতিতে গুণগত পরিবর্তন আনয়ন জরুরি হয়ে পড়েছে। এজন্য প্রাতিষ্ঠানিকভাবে যথাযথ কর্মসূচি গ্রহনের জন্য রাজনীতিবিদের প্রতি আহ্বান জানান তিনি।
দিপু সিদ্দিকী বলেন, অন্যায়ভাবে রাতারাতি ধনী হওয়ার বাসনায় উন্মত্ত হয়ে উঠছে একশ্রেণীর ব্যবসায়ী ও রাজনীতিজীবী।এদেরকে চিহ্নিত করে বিতাড়িত করতে হবে এবং সৎ ও দেশপ্রেমিকদেরকে রাজনীতি ও প্রশাসনে প্রতিষ্ঠিত করতে হবে। একাজটি সুসম্পন্ন করার একমাত্র শেষ ভরসার স্থল বঙ্গবন্ধু কন্যা জননেত্রি শেখ হাসিনা।
সভায় সূচনা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ অর্ণব।
এছাড়াও আলোচনায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বঙ্গবন্ধু গবেষক ড. জেবউননেছা,কুমিল্লার লাকসাম থেকে প্রভাষক কামাল উদ্দিন এবং ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা।