মোমেন বলেন, প্রতিবছর যুক্তরাষ্ট্রের হাজার খানেক মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মারা যান। কয়েক হাজার মানুষ নিঁখোজ হন। বাংলাদেশেও যে ৬০০ মানুষের কথা বলা হচ্ছে, তার কোনো তালিকা দেশটি দেয়নি। এমন কোনো তালিকা বাংলাদেশ সরকারের কাছেও নেই।
কোনো বাহিনীর বিরুদ্ধে অভিযোগের পর সে বাহিনীর প্রধানের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা আরোপ করা, দেশটির নতুন ঢং ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন মোমেন।
শুক্রবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার ওই তালিকায় বাংলাদেশের বিশেষ বাহিনী র্যাব ও এ বাহিনীর সাবেক-বর্তমান ছয় কর্মকর্তার নামও রয়েছে।
নিষেধাজ্ঞার তালিকায় র্যাবের সাবেক মহাপরিচালক ও পুলিশের বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদ ও র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নামও রয়েছে।
ভোরের পাতা/কে