প্রকাশ: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১২:১০ পিএম | অনলাইন সংস্করণ
আগামী দুই থেকে তিন দিন পর সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করবে। তখন অপেক্ষাকৃত বেশি মাত্রায় শীত অনুভূত হবে।
শনিবার (১১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।
এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির নিচে নেমে গিয়েছিল। পরে ঘূর্ণিঝড়ের কারণে তা ১৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়।
শনিবারও তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিসে। ফলে রাতে শীত আরো বাড়বে। আবহাওয়াবিদ এ কে নাজমুল হক বলেন, আগামী সাত দিন তাপমাত্রা অল্প অল্প করে কমতে থাকবে। এরপর চলতি মাসের শেষের দিকে আসতে পারে শৈত্যপ্রবাহ। সে ক্ষেত্রে রংপুর ও রাজশাহী বিভাগে শীত বেশি পড়তে পারে।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
শৈত্যপ্রবাহ শুরু হলে দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুর, যশোর, রাজশাহী অঞ্চল ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
ভোরের পাতা/কে