শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিশ্বে করোনায় মৃত্যু আরও বাড়ল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১০:১৩ এএম | অনলাইন সংস্করণ

বিশ্বের অধিকাংশ দেশে টিকাকরণের হার বেড়ে যাওয়ায় করোনা সংক্রমণ কিছুটা কমেছিল। তবে  তা আবার লাগামহীন হয়ে পড়ে। গত দুদিনে করোনার তাণ্ডব খুব বেশি ওঠানামা করেনি। তবে কিছুটা বেড়েছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৬০২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৮ হাজার ২৫৪ জন নতুন রোগী। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪ লাখ ৫৬ হাজার ৩৮ জন।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে বৈশ্বিক করোনাভাইরাসের আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৯৪ লাখ ২০ হাজার ৪১৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ৫৩ লাখ ১১ হাজার ৪৮১ জন। এছাড়া সেরে উঠেছেন ২৪ কোটি ২২ লাখ ৭১ হাজার ৫৬৯ জন।

২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দেশটিতে মারা গেছেন এক হাজার ৫৭৪ জন। শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৩২৬ জন। এ নিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৭ লাখ ৫ হাজার ২৫৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ১৭ হাজার ৩২৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ৬৯৩ জন।

একদিনে মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় এক হাজার ১৭৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৮৭৩ জন। এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে দাঁড়ালো ৯৯ লাখ ৫৬ হাজার ৬৭৯ জনে। তাদের মধ্যে মারা গেছেন দুই লাখ ৮৭ হাজার ১৮০ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ হাজার ১৯৪ জন এবং মারা গেছেন ১২০ জন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৭ লাখ ১৯ হাজার ১৬৫ জন আক্রান্ত এবং ১ লাখ ৪৬ হাজার ২৫৫ জন মারা গেছেন।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ হাজার ৯৬৯ এবং মারা গেছেন ৪৯৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৬৪ লাখ ৬৩ হাজার ৭৩৭ জন এবং মোট মারা গেছেন ১ লাখ ৫ হাজার ৯৩১ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৭৬৫ এবং মারা গেছেন ২২৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২১ লাখ ৮৪ হাজার ৮২৪ জন এবং মোট মৃতের সংখ্যা ৬ লাখ ১৬ হাজার ৭৩৩ জন।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৬ লাখ ৮২ হাজার ৬১৪ জন এবং ৪ লাখ ৭৪ হাজার ৮৭৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১৪০ জন এবং শনাক্ত হয়েছেন ৭ হাজার ৮৭০ জন।



ভোরের পাতা/কে 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]