প্রকাশ: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১২:২২ এএম | অনলাইন সংস্করণ
আমি জন্মেছি দুই হাত দুই পা নিয়ে
আচ্ছা তাতেই কি আমি মানুষ?
আমার ভালোবাসা বোধ নেই
আমি দায়িত্ব কি জানি না
কাউকে সম্মান দিতে হয় এটা মানি না
আমার হাত পা মুখ আছে,
তাই কি আমি মানুষ?
আমার মন ভীষণ হিংসুক
অপরের ভালো দেখলে
ঈর্ষায় আমি জ্বলে পুড়ে অঙ্গার হই
ক্ষতির চিন্তায় আমার ঘুম হয় না
তবুও কি আমি মানুষ?
অন্যের দুঃখে আমি মোটেও কাতর হই না
কারো কষ্ট দেখে হাসি কিংবা এড়িয়ে চলি
নিজের সুখেই সুখি আমি
আচ্ছা আমি কি মানুষ?
আমার মন নেই তবুও কি আমি মানুষ?
হাসি আসতে পারে আমার অবান্তর প্রশ্ন শুনে
কিন্তু আমি সত্যি বলছি
আমার খুব জানতে ইচ্ছে করে
হাত পা নিয়ে জন্ম নিলেই
কি মানুষ হওয়া যায়?
মানুষ হওয়া কি এতোই সহজ?
একদিনেই কি মানুষ হওয়া যায়?
লেখক: সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা