বঙ্গবন্ধুর জন্ম হয়নি মাথা নোয়াবার জন্য: ড. কলিমউল্লাহ
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আজ শুক্রবার (১০ ডিসেম্বর) জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১৩৩তম পর্ব অনুষ্ঠিত হয়।
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বঙ্গবন্ধু গবেষক ড. জেবউননেছা এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মোঃ আবু সালেক খান।
সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি,অস্ট্রেলিয়া থেকে ড. তানভীর ফিত্তীণ আবীর এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন নীলফামারীর জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতেমা তুজ-জোহরা লিমা।
সভাপতির বক্তৃতায় ড. কলিমউল্লাহ বলেন,বঙ্গবন্ধুর জন্ম হয়নি মাথা নোয়াবার জন্য।
প্রধান অতিথির বক্তৃতায় ড. জেবউননেছা বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার ছিলেন।
বিশেষ অতিথির বক্তৃতায় গবেষক সালেক খান বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক লক্ষ চুয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই ভূ-খণ্ডে সোনার মানুষ নিয়ে বাঙালি জাতির একটা বিরাট সোনার সংসার গড়তে চেয়েছিলেন, যার অপর নাম সোনার বাংলা।
ডঃ তানভীর বলেন,বৃহত্তর জনকল্যাণের অভিপ্রায়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামে একটি দেশ বিশ্ব মানচিত্রে যুক্ত করেছিলেন। তাই আমাদের দায়িত্ব বঙ্গবন্ধুর জনকল্যাণমূলক রাষ্ট্রের বাস্তবায়ন করা।
গবেষক ফাতেমা লিমা বলেন,ছাত্ররাজনীতির নামে কতিপয় অসাধু সুবিধাবাদী চক্র সক্রিয়। এদেরকে চিহ্নিত করে ছাত্ররাজনীতির পরিবেশকে কলুষমুক্ত করতে হবে।
সভায় সুচনা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ অর্ণব।
আজকের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক,বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী এবং পঞ্চগড় থেকে খাদেমুল ইসলাম।
এছাড়াও আলোচনায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা।