প্রকাশ: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১, ৬:২২ পিএম | অনলাইন সংস্করণ
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে সম্মত হয়েছে মালয়েশিয়া সরকার।‘চলতি মাসেই’ এই সমঝোতা স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক শ্রী এম. সারাভানান এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১০ ডিসেম্বর মন্ত্রিসভার একটি বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগের বিষয়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমাদের চুক্তির স্বাক্ষরের পরই বাংলাদেমি শ্রমিকদের এখানে নিয়োগ করা যাবে।
তিনি চিঠিতে লিখেছেন, সব ধরণের কাজেই বাংলাদেশি শ্রমিকের নিয়োগে সায় দিয়েছে মন্ত্রিসভা। বৃক্ষরোপন, কৃষি, যন্ত্রাংশ উৎপাদন ও সারাই, খনিতে খনন, ভবন নির্মাণে দক্ষদের পাশাপাশি গৃহকর্মীও নেবে মালয়েশিয়া।
করোনা মহামারীর প্রেক্ষাপটকে নিয়ে সামনে নিয়ে এম সারাভানান বলেন, প্রবাসী শ্রমিকদের কেউ যেন করোনাভাইরাসে আক্রান্ত না হন বা তাদের থেকে যেন তা ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে কাজ করব। প্রবাসী শ্রমিকদের নিয়োগের বিষয়ে আমরা একটি স্ট্যান্ডিং অপারেটিং প্রডিউসার (এসওপি) করব, সে মোতাবেক কাজ করব।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন।
ভোরের পাতা/কে