বঙ্গবন্ধু জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সচেষ্ট ছিলেন: ড. কলিমউল্লাহ
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১৩২তম পর্ব অনুষ্ঠিত হয়।
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জনাব ইমাম মেহেদী এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ হাসান ও রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ আর্জিনা খানম।
সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মোঃ আবু সালেক খান এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন দৈনিক কুষ্টিয়া পত্রিকার সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির ।
সভাপতির বক্তৃতায় ড. কলিমউল্লাহ বলেন,বঙ্গবন্ধু জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সচেষ্ট ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় ইমাম মেহেদী বলেন, বঙ্গবন্ধু সাংবিধানিকভাবে এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছেন।
বিশেষ অতিথির বক্তৃতায় ব্যারিস্টার হাসান বলেন,বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ভবিষ্যত প্রজন্মকে অবশ্যই বঙ্গবন্ধু পাঠে মনোযোগী হতে হবে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বর্ষকালব্যাপি আলোচনা সভা আয়োজন করার জন্য জানিপপ কে সাধুবাদ জানান তিনি।
আর্জিনা খানম বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর বলিষ্ঠ নেতৃত্ব সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছেন।
গবেষক সালেক খান বলেন বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের প্রতিটি পাতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অক্ষয় এবং অমর হয়ে থাকবে।
গবেষক ফাতেমা লিমা বলেন,ছাত্ররাজনীতিতে যোগদানের পূর্বে যথেষ্ট পড়াশুনা করতে হবে এবং যথাযথ নেতৃত্বের প্রশিক্ষণ গ্রহন করতে হবে।
দিপু সিদ্দিকী বলেন, বলিষ্ঠ নেতৃত্ব তৈরি করতে হলে রাজনীতির মহাকবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অধ্যয়ন করতে হবে।
খোরশেদ আলম বলেন, বঙ্গবন্ধু বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য রাজনৈতিক কৌশল প্রণয়ণ ও আন্দোলনের সুচনা করেছিলেন ।
সভায় সুচনা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ অর্ণব।
আজকের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক,বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী,নীলফামারীর জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতেমা তুজ-জোহরা লিমা,কুমিল্লার চান্দিনা থেকে জনতা ব্যাংকের কর্মকর্তা খোরশেদ আলম,রংপুর থেকে জয়পাল এবং পঞ্চগড় থেকে খাদেমুল ইসলাম।
এছাড়াও আলোচনায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি,অস্ট্রেলিয়া থেকে ড. তানভীর ফিত্তীণ আবীর এবং সোনালী ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা।