বঙ্গবন্ধুর আবেদন চিরন্তন: ড. কলিমউল্লাহ
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আজ বুধবার (৮ ডিসেম্বর) জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১৩১তম পর্ব অনুষ্ঠিত হয়।
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ আর্জিনা খানম।
এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক দেওয়ান নুসরাত জাহান।
সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মোঃ আবু সালেক খান এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন কুমিল্লার চান্দিনা থেকে জনতা ব্যাংকের কর্মকর্তা খোরশেদ আলম।
সভাপতির বক্তৃতায় ড. কলিমউল্লাহ বলেন,বঙ্গবন্ধুর আবেদন চিরন্তন। তিনি অনাদিকাল বাঙালির হৃদয়জুড়ে থাকবেন।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি,অস্ট্রেলিয়া থেকে ড. তানভীর ফিত্তীণ আবীর।
প্রধান অতিথির বক্তৃতায় আর্জিনা খানম বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে ধাবমান।এই ধারা অব্যাহত রাখার জন্য দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
ডক্টর আবির বলেন,বঙ্গবন্ধু শ্রমিক ও মেহনতী মানুষের ভাগ্য উন্নয়নে সারা জীবন কাজ করে গেছেন।
দেওয়ান নুসরাত জাহান বলেন,কৃষিভিত্তিক শিল্পায়নে বঙ্গবন্ধুর অবদান বাংলাদেশের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
গবেষক সালেক খান বলেন,বঙ্গবন্ধু, জাতিরপিতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি ইত্যাদি সম্ভাষণ যা তাঁর প্রাপ্য সেগুলো বাংলাদেশের বাঙালিরা শেখ মুজিবুর রহমানের নামের পূর্বে বললেও "সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি " খেতাব তিনি পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ বা অঞ্চলে বসবাসকারী ত্রিশ কোটি বাঙালির বি,বি,সির শ্রোতা জরীপের মাধ্যমে।
দিপু সিদ্দিকী বলেন,শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক উন্নত হয়েছে;মানুষের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটেছে; কিন্তু দেশ প্রেমের অধোগতিতে শংকার কারণও দৃশ্যমান হচ্ছে। উন্নয়ন যতই হোক, দেশ প্রেম না থাকলে উন্নয়ন টেকসই হবে না।
আজকের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক,বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক জনাব দিপু সিদ্দিকী,নীলফামারীর জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতেমা তুজ-জোহরা লিমা।
এছাড়াও আলোচনায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা।