প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৯:১৮ পিএম | অনলাইন সংস্করণ
জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন (এনএইচডিআর) ২০২১-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদনের কপি তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে ২০২১ সালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন (এনএইচডিআর) প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। ‘বাংলাদেশের জনগণই সব উন্নয়নের কেন্দ্রবিন্দু’ বিষয়টিকে প্রতিবেদনের মূল প্রতিপাদ্য হিসেবে গ্রহণ
করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রতিবেদনে বৈষম্য, জলবায়ু পরিবর্তন, যুব কর্মসংস্থান, কিশোর-কিশোরীদের স্বপ্নের বাংলাদেশ এবং শান্তি ও সমৃদ্ধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বাংলাদেশের ভবিষ্যৎ মানব উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। ৫০ বছরের উন্নয়ন পথপরিক্রমায় বিশ্বমঞ্চে বাংলাদেশ আজ ‘ডেভেলপমেন্ট মিরাকল’ হিসেবে চিহ্নিত হয়েছে। জাতির পিতার দূরদৃষ্টি ও উন্নয়ন ভাবনা এবং প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব এ যাত্রার পথপ্রদর্শক। এ প্রতিবেদনে উল্লিখিত পাঁচটি বিষয়ের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশের সাফল্য-চ্যালেঞ্জ, একইসঙ্গে ২০৩০ সালের মধ্যে সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদা অর্জনের লক্ষ্যে বাংলাদেশের জন্য করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন, ২০২১ উন্নয়ন আলোচনায়, গবেষণায় এবং বাংলাদেশের ভবিষ্যৎ মানব উন্নয়নের লক্ষ্যে কৌশল প্রণয়নে অবদান রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।