শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
খালেদার পাসপোর্ট নবায়নের আবেদন আমার কাছে আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৪:১৬ পিএম | অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেগম খালেদা জিয়ার পাসপোর্ট নবায়ন করার আবেদন কিন্তু আমার কাছে আসেনি। যদি করে থাকেন অন্য কোথাও করেছেন। ওনার পাসপোর্ট ওনার কাছে আছে কি নেই আমি জানি না। আমি জানি পাসপোর্ট নবায়নের কোনো আবেদন আমাদের মন্ত্রণালয়ে আসেনি।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রতিহিংসার কথাটা কীভাবে এলো জেলে থাকার সময়ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিলো। আরো ভালো চিকিৎসার জন্য সাজা স্থগিত করে বাসায় চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিহিংসার প্রশ্নেই আসে না। আইনমন্ত্রী সংসদে আইনের ব্যাখ্যা দিয়ে বলেছেন, ৪০১ ধারায় যে ব্যবস্থা করা হয়েছে, যদি আবার ৪০১ ধারা প্রয়োগ করতে হয় তাকে আবার এটি স্থগিত করে জেলখানায় গিয়ে সেখান থেকে আবেদন করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে যে আবেদন এসেছে সেটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আইনমন্ত্রী পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী অ্যাকশনের জন্য যা করণীয় তিনিই করবেন। আইন মন্ত্রণালয় আমাদের আর কিছু জানায়নি।

মানবিকতা দেখানোর আর কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানিটি। কোকো যখন মারা গেলো, ডেডবডি যখন এলো প্রধানমন্ত্রীর অনেক যন্ত্রণা ছিলো, তারপরেও কিন্তু তিনি তাকে দেখার জন্য গিয়েছেন, সমবেদনা জানানোর জন্য গিয়েছেন, কিন্তু গেটটি পর্যন্ত খোলা হয়নি। সেই দৃশ্য তো নিশ্চয়ই আপনাদের মনে আছে। মানবতার প্রশ্নে যদি প্রশ্ন আসে আমি মনে করি সারাবিশ্ব থেকে যে প্রসঙ্গটি এসেছে মাদার অব হিউম্যানিটি, আমি মনে করি তিনি মাদার অব হিউম্যানিটি।

কোনো সুযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা মেডিক্যাল বোর্ড জানে, চিকিৎসকেরা জানেন। চিকিৎসকরা আদালতে এবং চিকিৎসকরা জানেন কি করতে হবে না করতে হবে, তাদের কাছে সে রকম প্রস্তাব এলে আদালত যদি আমাদেরকে ওই রকম কিছু নির্দেশনা দেয়, তাহলে আমরা সেটা করতে পারবো। আদালতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

বিএনপির আন্দোলনের হুমকি নিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা একটা রাজনৈতিক দল তারা আন্দোলন করতে পারে, প্রতিবাদ করতে পারে, দোয়া মাহফিল করতে পারে, মানববন্ধন করতে পারে। পাশাপাশি সহিংস কোনো ঘটনা যদি ঘটায় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। মানববন্ধন, দোয়া মাহফিল, প্রতিবাদ তো তারা করছেই। কারো জানমাল ধ্বংস করা, অগ্নিসংযোগ করা, রাস্তাঘাট বন্ধ করে দিলে আইনশৃঙ্খলা বাহিনীর যা করণীয় তা করবে।

খালেদা জিয়াকে বিদেশ যেতে না দিলে সরকারকে টেনে নামানোর হুমকি দিয়েছে বিএনপি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ রকম অনেক অবান্তর কথা অনেকে বলে। অনেক দল অনেক কথা বলে, সেগুলো রাজনৈদিক কথা। আমার মনে হয় চিন্তা করার কোনো বিষয় না।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  খালেদার পাসপোর্ট নবায়নের আবেদন আমার কাছে আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]