প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৩:০৪ পিএম | অনলাইন সংস্করণ
অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়ার অপরাধে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশাহ বলেন, ডা. মুরাদ হাসানকে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তার সাধারণ সদস্যপদ বাতিলে জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
এর আগে সোমবার জামালপুর জেলা আওয়ামী লীগের জরুরি কার্যনির্বাহী পরিষদের সভায় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়।
উল্লেখ্য, বিতর্কিত বক্তব্য ও আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় গত সোমবার রাতে ডা. মুরাদ হাসানকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরের দিন মঙ্গলবার পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান।
ভোরের পাতা/কে