প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১২:৫০ পিএম | অনলাইন সংস্করণ
চট্টগ্রামে ষোলশহরে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে যাওয়া শিশু মো. কামালের মরদেহ তিন দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর মুরাদপুর এলাকায় এন মোহাম্মদ কনভেনশন সেন্টারের বিপরীত পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের পরিদর্শক রবিউল আজম বলেন, বৃহস্পতিবার সকাল থেকে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছিল। আমরা ঘটনাস্থল থেকে পানিপ্রবাহ অনুযায়ী কর্ণফুলীর দিকে এগোচ্ছিলাম। দুপুর ১২টার দিকে মির্জার খালে এন মোহাম্মদ কনভেনশন সেন্টারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আমরা পুলিশকে এটি বুঝিয়ে দেব, পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে।
এর আগে, সোমবার (৬ ডিসেম্বর) ষোলশহরের চাঁন্দগাও সার্কেলের ভূমি অফিসের সামনের খালে শিশু কামাল নিখোঁজ হয়। তবে ঘটনার পরদিন (মঙ্গলবার) বিকেলে বিষয়টি জানাজানি হয়। এরপর সঙ্গে সঙ্গে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। টানা তিনদিন অভিযানের পর আজ বেলা ১২টার দিকে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ভোরের পাতা/কে