প্রকাশ: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ২:০২ এএম | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দরে কাজের গতিশীলতা আনার লক্ষ্যে ভোমরা সিএন্ডএফ এর উদ্যোগে ব্যাংক প্রতিনিধি ও ব্যবসায়ীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ডিসেম্বর) বিকাল ৩টায় অফিসের নিজস্ব ভবনে ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলার ২২ লক্ষ মানুষ আশায় বুক বেধেছে ভোমরা শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ বন্দরে রুপান্তর হলে জেলার উন্নয়ন হবে, মানুষের কর্মসংস্থান হবে, ব্যবসা-বানিজ্যের প্রসার হবে, দেশের উন্নয়নে ভোমরা শুল্ক স্টেশন উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
উন্নয়নের মহাসড়কে যুক্ত হবে এবং পদ্মা সেতুর সুফল পাবে সাতক্ষীরাবাসী। আমদানি ও রপ্তানিকারকগণ ভোমরা স্থলবন্দরকে একটি সম্ভাবনাময় স্থলবন্দর হিসেবে মনে করেন। ভোমরা শুল্ক স্টেশন ভারতের কলকাতা ও হলদিয়া বন্দরের সাথে ভোমরা বন্দরের দূরত্ব অন্য যে কোনো বন্দর অপেক্ষা অনেক কম হওয়ায় ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে আমদানী-রপ্তানী সুবিধা বোধ করেন।
এতে আমদানি ব্যয়ও সাশ্রয় হওয়ায় এ বন্দরকে আরও গতিশীল কারার লক্ষ্যে ভোমরা বন্দরে সার্বক্ষণিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে করণীয় বিষয়ে এসোসিয়েশনের নিজস্ব অফিস ভবনে জরুরী আলোচনায় উপস্থিত ব্যাংক প্রতিনিধি ও ব্যবসায়ীরাদের নিয়ে এসব বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্র্ডিং এর এডহক কমিটির সদস্য এ.এস.এম মাকছুদ খান, রামকৃষ্ণ চক্রবর্তী, মো: মিজানুর রহমান, সাবেক সিএন্ডএফ সভাপতি হাবিবুর রহমান হবি, সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী আক্তার হোসেন (পানি ডা:), ভোমরা সিএন্ডএফ কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলনসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি বৃন্দ ও সাধারণ ব্যবসায়ীগণ।