প্রকাশ: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ১০:৩০ পিএম | অনলাইন সংস্করণ
আজকের ভোরের পাতা সংলাপের আলোচ্য বিষয় বিজয়ের চেতনায় উদ্ভাসিত বাংলাদেশ। কিন্তু মনে হয় বাংলাদেশের বিজয়ের চেতনায় উদ্ভাসিত বিশ্ব। এই বিজয় মাসের প্রতিটা দিন আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঢালাওভাবে উদযাপন করি। ডা. মুরাদ হাসানের ব্যাপারে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন সেটা অন্যদের ক্ষেত্রে একটা সতর্কবার্তা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৫৪৬তম পর্বে মঙ্গলবার (৭ ডিসেম্বর) এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও, বহির্বিশ্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠাতা, লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফছার খান সাদেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
আফছার খান সাদেক বলেন, আজকের ভোরের পাতা সংলাপের আলোচ্য বিষয় বিজয়ের চেতনায় উদ্ভাসিত বাংলাদেশ। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের বিজয়ের চেতনায় উদ্ভাসিত বিশ্ব। এই বিজয়কে আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঢালাওভাবে উদযাপন করি। বাংলাদেশের স্বাধীনতা দিবস হোক, বিজয় দিবস হোক সবগুলোই আমরা আনন্দের সাথে পালন করি। এই বিজয়ের মাসে আমরা দেখতে পারছি যে আগের তুলনায় আমাদের অনেক পরিবর্তন এসেছে। আমরা কারও দয়াই এই দেশটি স্বাধীন করেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছিল। ১৯৭১ সালে আমরা যদি স্বাধীন না হতাম, তিরিশ লাখ প্রাণ আর প্রায় পাঁচ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিজয় অর্জিত না হতো, তাহলে আজও বাংলাদেশ পাকিস্তানের কলোনি হিসেবেই বিশ্বে পরিচিত হতো। ঔপনিবেশিক শাসন, শোষণ ও বঞ্চনার শিকার হতাম প্রতিটি ক্ষেত্রে। সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক সব ক্ষেত্রেই আমরা বঞ্চিত থাকতাম। কোনো ক্ষেত্রেই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। আমরা থাকতাম লাঞ্চিত-শোষিত-বঞ্চিত। জাতির পিতা বঙ্গবন্ধু শুধু বাংলদেশে না, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের না, বঙ্গবন্ধু বিশ্বনেতা। মানুষ মরে গিয়ে বিনাশ হয়ে যায়। কিন্তু চেতনা যুগ যুগ ধরে বংশ পরম্পরায় অক্ষুণ্ন থাকে এবং ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়। আমাদের বিজয় মাস আমাদের চেতনার জায়গা। তাই এই মাসেই সেই চেতনাই আমরা লালন করি। যে মানুষ, যে পরিবার আমাদের জন্য তাদের জীবন দিয়ে গিয়েছে তাদের স্মরণ করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। তাদের স্মরণ করলে নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি আসে।