প্রকাশ: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৮:৪২ পিএম | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জের তাড়াশে আগামী ৫ জানুয়ারি প ম ধাপে নির্বাচনে উপজেলার সগুনা ইউনিয়ন পরিষদের সংরক্ষতি (নারী) আসনের ৬,৭ ও ৮ নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তৃতীয় লিঙ্গের রনি।
মঙ্গলবার (ডিসেম্বর) বিকালে উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ে রিটানিং অফিসার আখতারুজ্জামানের নিকট মনোনয়ন পত্র জমা দেন।
এ প্রসঙ্গে সগুনা ইউনিয়ন পরিষদের সংরক্ষতি (নারী) আসনের প্রার্থী রনি বলেন, বাংলাদেশের সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়ে সমাজে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে সনদপত্র দিয়েছে এই দেশের নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে এই দেশের গরীব-দু:খী ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আমি আমাদের (তৃতীয় লিঙ্গের) অধিকার নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। এছাড়াও আমার এলাকায় মাদকমুক্ত এলাকা গড়ে তুলতে চাই।
অপরদিকে উপজেলার তালম ইউনিয়ন পরিষদের সংরক্ষতি (নারী) আসনের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের প্রার্থী কাজলী খাতুন মনোনায়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বুধবার জমা দিবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ডিসেম্বরে হিজড়াদেরকে সর্বপ্রথম ভোটাধিকার দেওয়া হয়। ২০১৩ সালে হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া সংক্রান্ত নীতিমালা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায়। ২০১৪ সালের ২৬ জানুয়ারি হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। ভোটার তালিকায় নারী ও পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ হিসেবে আরেকটি পরিচয় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।