ডিবি যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘আমি অন্য কোনো বাহিনীর কথা বলব না। যেহেতু সে (মুরাদ হাসান) ডিবির কথা উল্লেখ করেছেন। প্রয়োজনে তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করব।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে নায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় প্রয়োজনে মুরাদকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।
ডিবি কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মুরাদ হাসান কোনো গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহারের কথা বলেছেন। এ ধরনের কাজে ব্যবহার হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘আমি অন্য কোনো বাহিনীর কথা বলব না। যেহেতু সে (মুরাদ হাসান) ডিবির কথা উল্লেখ করেছেন। প্রয়োজনে তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করব।’
নায়ক ইমনের মোবাইল থেকে অডিওটি ছড়িয়েছে কি না জানতে চাইলে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমরা এখনও তদন্ত করছি এটা।’
যদি আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ দেয় তাহলে নায়ক ইমন ও মাহিয়া মাহিকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, এমন প্রশ্ন রাখা হয় এই ডিবি কর্মকর্তার কাছে।
তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে কেউ যদি অভিযোগ দায়ের করে এবং আমাদের ডিবি সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ আসে তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। কোনোকিছু ভাইরাল হলে আমাদের ডিবির সাইবার ইউনিট দেখভাল করে ও তদন্ত করে।’
মাহি যদি দেশে আসে তাকেও আপনারা জিজ্ঞাসাবাদ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘হ্যাঁ, আমরা মাহিকেও জিজ্ঞাসাবাদ করব।’
সেদিন ফোনালাপের পরে ধর্ষণ সংগঠিত হয়েছিল কি-না এমন প্রশ্ন রাখা হলে হারুন বলেন, ‘এ ধরনের অভিযোগ আমাদের কাছে এখনও আসেনি। আমরা প্রয়োজনে সবার সঙ্গেই কথা বলব।’
নায়ক ইমনের বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে, সে নায়িকাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে, প্রতিমন্ত্রীর কাছেও সে নিয়ে যাওয়ার কথা বলছিল। ইমনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কি?
জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘কেবলমাত্র আনুষ্ঠানিকভাবে অভিযোগ পেলেই বিষয়টি আমরা খতিয়ে দেখব।’